1. admin@janotardrishti.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নগরকান্দায় এইচএসসি (বিএম) ৫ পরীক্ষার্থী বহিষ্কার নগরকান্দায় প্রথমবার রথযাত্রা পালিত হয়েছে নগরকান্দায় একই পরিবারের ৪ জন আহত বাড়ি ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ নগরকান্দা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান নগরকান্দায় বৃক্ষ রোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নগরকান্দায় ফরিদপুর জেলা মৎসজীবী লীগের সভাপতি আব্দুস সোবহান হতদরিদ্রদের ঈদ উপহার বিতরণ নগরকান্দায় স্মার্ট ভুমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন তিনবারের চেয়ারম্যানকে হারিয়ে, চেয়ারম্যান হলেন কাজী শাহ জামান বাবুল নগরকান্দায় স্কুল শিক্ষার্থীর মধ্যে ভূত আতঙ্ক, ১৫ শিক্ষার্থী অসুস্থ নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ ও পহেলা বৈশাখ পালিত

নগরকান্দায় বৃক্ষ রোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

জনতার দৃষ্টি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত

আবুল হাসনাত উজ্জ্বল
নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা, নগরকান্দা উপজেলায় ফুলসূতি ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যুব সমাজকে ভাল কাজে উদ্বুদ্ধ করতে গত (১৮ জুন) মঙ্গলবার, বিকাল ৫ টায়, ফুলসূতি আব্দুল আলেম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, ফুলসূতি দিশারী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মাদকমুক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফুলসূতি দিশারী সমাজ কল্যাণ সমিতির সভাপতি আতাউর রহমান লস্কর দিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, ফুলসূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, ফুলসূতি দিশারী সমাজ কল্যাণ সমিতির সদস্য বৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ,বক্তারা ফুলসূতি গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো ভয়ংকর অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে জেনে তার কুফল তুলে ধরে সচেতন মূলক বক্তব্য রাখেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফুলসূতি গ্রাম থেকে অপরাধমূলক এসব কাজ বন্ধ করতে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে তারা বেলা ১১ টায় পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এলাকার বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করেন।

উলেখ্যঃ ফুলসূতি দিশারী সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদক,জুয়া,ইভটিজিং, বন্ধের পাশাপাশি বৃক্ষরোপণ, খেলাধুলাসহ সামাজিক উন্নয়ন অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা